নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার ৫ মে বিশ্ব পরিবেশ দিবস। এবার ‘একটাই পৃথিবী’ প্রতিপাদ্য আর ‘প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ স্লোগান নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেটে পরিবেশ অধিদপ্তরের কর্মসূচিতে রয়েছে, সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা এবং সকাল ১১টা ৪০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি থাকবেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন, রেঞ্জ ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় ক্বিনব্রিজ চত্বরে আয়োজন করা হয়েছে মানববন্ধনের।
এছাড়া তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে বিকেল ৪টায় চাঁদনীঘাটে সুরমা নদীতে ‘নৌকাবন্ধন’ অনুষ্ঠিত হবে।
Leave a Reply