নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী বলেছেন, একজনের অপরাধে দায় নিয়ে অন্য একজনের কারাভোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২০১৫ সালের ১১ই অক্টোবর সিলেট কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুলের পরিচয়ে রিপন আহমদ ভুট্টো নামের ঐ ব্যক্তি কারাভোগ করছেন।
গণমাধ্যমে খবরটি প্রকাশের পর এ ব্যাপারে সিলেটের বিচারিক হাকিম কাজী আব্দুল হান্নান ও যুগ্ম জেলা জজ মো রেজাউল করিমকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ।
মঙ্গলবার তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। এছাড়া কারা কর্তৃপক্ষও রিপন আহমদ ভুট্টোকে মামলা থেকে অব্যাহতি দিতে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন জানিয়েছে।
সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামের আলোচিত আলী আকবর সুমন হত্যা মামলায় বিদেশ যাবার প্রলোভনে পড়ে আসামি সেজে কারাভোগ করছেন রিপন আহমদ ভুট্টো। অন্যদিকে সাজাপ্রাপ্ত মূল আসামি ইকবাল হোসেন বকুল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
Leave a Reply