নিজস্ব প্রতিবেদক : একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সিলেটের সদর ও বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
সোমবার দুপরে লামাকাজি এলাকায় সদর উপজেলার মোগলগাঁও ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার লামাকাজি বাজারে সদর উপজেলার জুগিরগাঁওয়ের এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার জের ধরে পরদিন উভয়পক্ষ মাইকে প্রচারণা চালিয়ে লামাকাজি এম এ খান সেতু এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply