নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড নেতৃবৃন্দ নতুন মেয়াদে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত নির্বাচনোত্তর এক সভায় এ আহ্বান জানানো হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক জবরুল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার আকরাম আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সুবল চন্দ্র পাল, কুটি মিয়া, শফিকুর রহমান ও আব্দুল মুতলিব।
মুক্তিযোদ্ধারা বলেন, নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে বলেই আবারো স্বাধীনতা ও মুক্তির প্রতীক ‘নৌকা’য় ভোট দিয়েছে।
সভায় স্বাধীনতাবিরোধী সকল চক্রান্ত প্রতিরোধে এক হয়ে কাজ করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply