নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই মুহুর্তে সবচেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র রক্ষা করা। তাই সেনাবাহিনী কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বন্যার কবলমুক্ত রাখতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করছে।
সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর ৫/৬ ইঞ্চি পানি বাড়লে এই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাবে। এমনটা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে পুরো সিলেট বিভাগে। এছাড়া জাতীয় গ্রিডেও সংকট দেখা দেবে। তাই এ বিদ্যুৎ কেন্দ্র নিরাপদ রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
মেয়র, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অন্যরা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে বালুভর্তি জিও ব্যাগ ও মাটি দিয়ে বন্যার পানি যাতে এই বিদ্যুৎ কেন্দ্রে ঢুকতে না পারে সেজন্যে জরুরি ভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে।
এই বাঁধ নির্মাণ শেষ হলেই সিসিকের সাকার মেশিন দিয়ে কুমারগাঁও স্টেশনের ভিতরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে।
Leave a Reply