নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় দেশের সকল শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল বিবরণী তুলে দেন।
সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ, যা গতবছরের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৭২ দশমিক ০৩ শতাংশ। ইংরেজি ও আইসিটির কারণে পাসের হার কমেছে বলে মনে করেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন।।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ পাসের হার কমলেও জিপিএ-৫ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন। এবছর জিপিএ-৫ পেয়েছে ৮শ ৭৩ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ পায় ৭০০ জন।
Leave a Reply