নিজস্ব প্রতিবেদক : দেশের সকল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে।
সকালে ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ফলাফল হস্তান্তরের মধ্য দিয়ে ফল প্রকাশ করা হয়।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার কিছুটা বেড়েছে; কিন্তু জিপিএ ফাইভ কমেছে অনেক। তবে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই কমে যাওয়াকে শিক্ষার জন্যে ইতিবাচক বলে অভিমত রেখেছেন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭২ শতাংশ। গত বছরে এই হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল ১ হাজার ৩৩০ জন। এবার পেয়েছে ৭০০ জন। অর্থাৎ জিপিএ ফাইভ প্রাপ্তদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৬৫ হাজার জন। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৯৭ জন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ২৯ হাজার ৮৮৭ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩০ জন। অন্যদিকে ৩৫ হাজার ১২২ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৭৬৭ জন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ আর মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ। কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
ইংরেজী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিসংখ্যান ও উচ্চতর গণিতে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এবার জিপিএ ফাইভ কমেছে বলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল ইসলাম মনে করছেন।
দুপুরে সিলেটের সকল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ সময় কাক্সিক্ষত ফল প্রাপ্তদর যেমনি উল্লাসের শেষ ছিলনা তেমনি প্রত্যাশিত ফল না পাওয়ায় কাউকে কাউকে কাঁদতে দেখা গেছে।
সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-ফাইভের সংখ্যা কমে যাওয়াকে পরীক্ষার্থী ও অভিভাবক বলছেন, মূলত ফলাফল মূল্যায়নে কড়াকড়ির কারণেই এই সংখ্যা কমেছে। এটা শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্যে ভাল উদ্যোগ। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার আরো মনোযোগী হবে।
Leave a Reply