নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি বুথে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছিল।
নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম এবং নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা ও ফারুক মাহমুদ চৌধুরী।
ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
Leave a Reply