নিজস্ব প্রতিবেদক : সিলেট টেক্সটাইল মিলসের স্থাপনাসহ সমুদয় ভূমি দীর্ঘমেয়াদী ইজারা দেওয়া হবে। সেখানে ব্যক্তিগত বা যৌথ উদ্যোগে গড়ে তোলা যাবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ-সুবিধাসহ উৎপাদনমুখী যেকোনো ধরনের শিল্পকারখানা। তবে বস্ত্র ও পাটশিল্প জাতীয় প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।
শনিবার, ২৫ নভেম্বর সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট টেক্সটাইল মিলস দীর্ঘমেয়াদী লিজ পদ্ধতিতে পুনরায় চালুর লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিয়ে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো আব্দুর রউফ এ কথা জানান।
তিনি জানান, স্বাধীনতার পরপর ব্যক্তি মালিকানাধীন শিল্পকারখানাগুলো পরিচালনার জন্যে অভিজ্ঞ লোক না থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেগুলোকে জাতীয়করণ করেছিলেন; কিন্তু পরবর্তী সময়ে এসব শিল্পকারখানা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া শুরু হয়। এতে সুফল পাওয়া যায়।
সচিব জানান, ১৯৭৮ সালে সিলেট মহানগরীর ইসলামপুর এলাকায় ২৮ দশমিক ৮১ একর ভূমিজুড়ে প্রতিষ্ঠিত সিলেট টেক্টটাইল মিলস ২০০৮ সালে বন্ধ হয়ে যায়। অব্যবহৃত থেকে থেকে যন্ত্রপাতিও একেবারে নষ্ট হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি ৩০ বছর মেয়াদী ইজারা প্রদানে সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, এই ভূমিতে শিল্প প্রতিষ্ঠান গড়তে গ্যাস ও বিদ্যুৎ সংযোগসহ সকল ব্যাপারে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। ইজারা দেওয়া হবে সহজ শর্তে। এককভাবে যে কেউ বা যৌথভাবে একাধিক ব্যক্তি ইজারা নিতে পারবেন। প্রবাসীদের জন্যে ইজারা নেওয়ার সুযোগ রয়েছে।
এ ব্যাপারে এগিয়ে আসতে তিনি সিলেটের প্রবাসী ও শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন-বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি. পিএসসি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সঞ্চালনা করেন বিটিএমসির পরিচালক হাওলাদার রকিবুল বারী। পাওয়ার পয়েন্টে তথ্য উপস্থাপন করেন বিটিএমসির প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন। আলোচনায় অংশ নেন, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট ক্লাবের সভাপতি মুহিতুল বারী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, বাংলাটিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply