ক্রীড়া প্রতিবেদক : সিলেট জেলা উশু এসোসিয়েশনের কার্যকরী কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উশু এসোসিয়েশনের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন।
পরিচালনায় ছিলেন, জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
Leave a Reply