সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উর্বশী আবৃত্তি পরিষদের ২৭ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ। এছাড়াও অতিথি ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির ও চয়ন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও কবি-গবেষক সুমনকুমার দাস। সভাপতিত্ব করেন, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল।
এছাড়া সাহিত্য-সংস্কৃতি জগতের অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply