নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শাহজালাল উপশহর সংলগ্ন এলাকায় একটি কলোনিতে পানির ট্যাংকি ভেঙ্গে পড়ে এক মাদরাসা ছাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।
শনিবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম সুইটি আক্তার (১৪)। সে সোবহানিঘাট হযরত শাহজালাল (র) দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় ৪র্থ শ্রেণিতে পড়তো।
সুইটি আক্তারদের এক প্রতিবেশী জানান, একটি স্নেকবারের কর্মচারি জাকির হোসেন পরিবার নিয়ে থাকেন সাইফুল ইসলামের কলোনিতে। পানির ট্যাংকিটি ছিল ঘরের পাশে। সেটি হঠাৎ করে ভেঙ্গে পড়লে এর নিচে সুইটি আক্তার ও অন্যরা চাপা পড়ে।
গুরুতর আহত সুইটি আক্তারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানির ট্যাংকিটি অনেকদিনের পুরনো ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
Leave a Reply