জকিগঞ্জ প্রতিনিধি : সরকারি তথ্য অনুযায়ী চলতি বন্যায় দেড় শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায়ই সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো।
বুধবার, ৫ জুন (২২ জ্যৈষ্ঠ) অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম; কিন্তু টানটান উত্তেজনা ছিল। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মারধর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে উত্তরকুল কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরীর সমর্থকরা অপর চেয়ারম্যান প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরানের এজেন্ট মাওলানা জাকারিয়া আহমদকে মারধর করে বের করে দেন বলে অভিযোগ করা হয়েছে।
মাওলানা বিলাল আহমদ ইমরান অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারপিট করে বের করে দেওয়া হয়েছে।
তিনি জানান, গৌছ আলী রসুলপুর বিদ্যালয়, বাদেদেওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়। এছাড়া তিরাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারঠাকুরী সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। উত্তরকুল ভোটকেন্দ্রের প্রধান এজেন্ট জাকারিয়া আহমদকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওলানা বিলাল আহমদ ইমরান একতরফা জাল ভোট দিয়ে বাক্স ভরার অভিযোগও করেন।
তবে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী জানান, মাওলানা বিলাল আহমদ ইমরানের সমর্থকরা বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছেন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম। এ নিয়ে অনেকটা হতাশাও ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসলিম জানান, উত্তরকুল ভোটকেন্দ্রে এজেন্টদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কোনও কেন্দ্র থেকেই এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। সকল ভোটকেন্দ্রেই সবার এজেন্ট উপস্থিত ছিলেন।
দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
এদিকে চেয়ারম্যান প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরানের ‘কাপ-পিরিচ’ মার্কায় জাল ভোট দেওয়ার সময় হাজী তৈয়ব আলী বালিকা মাদরাসা কেন্দ্রে গোয়াবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দিলাল হোসেনকে আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো আলমগীর হোসেন আটক দিলাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।
Leave a Reply