ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের যেসব নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের জেলা নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচিত এই আওয়ামী লীগ নেতারা হলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনহার মিয়া, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম কে শাফি চৌধুরী এলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আশফাকুল ইসলাম শাব্বির।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান আশা প্রকাশ করেছেন, নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন-ইনশাআল্লাহ।
এছাড়াও অভিনন্দন বার্তায় অন্যান্য উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদেরও সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন ।
একই সঙ্গে তারা সিলেটের গণতন্ত্রমনা জনগণ উপজেলা পরিষদ নির্বাচনে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজ নিজ উপজেলায় তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করায় ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply