সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র শারদা স্মৃতি ভবন সংস্কার শেষে অনুষ্ঠানাদির জন্যে উন্মুক্ত হলো।
রবিবার, ১ অক্টোবর বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফুলের মালা কেটে ‘সারদা হল’ নামে পরিচিত ভবনটি উন্মুক্ত করে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কণ্ঠশিল্পী হিমাংশু গোস্বামী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেইন ও সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ ও প্রেসবিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা। এছাড়াও সিসিক কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।
মেয়র তার বক্তৃতায় বলেন, মূলত সংস্কৃতিকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই শারদা স্মৃতি ভবন সংস্কার করা হয়েছে। দুয়েকদিনের মধ্যেই ভাড়া নির্ধারণ করা হবে।
সারদা হলে জেনারেটর ও এসি সংযুক্ত করা হবে বলেও সিসিক মেয়র নিশ্চিত করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমা পারভীন। নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলীর শিল্পীরা। পাঠশালার শিশুরা করে আবৃত্তি। এছাড়াও বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
Leave a Reply