নিজস্ব প্রতিবেদক : সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীকে যথাযথ মূল্যায়ন করছেন বলেই নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ বিশ্বের অন্যান্য উন্নয়শীল দেশের কাছে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নারী-পুরষ সবাইকে একযোগে কাজ করতে হবে।
রবিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্টের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাংসদ বলেন, র্ব্তমান সরকার নারীদেরকে আত্মনির্ভরশীল করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি অন্যান্য সংগঠন এবং প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
এ ধরনের একটি প্রশিক্ষণের উদ্যোগ নেয়ায় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো এমদাদ হোসেন, মুকির হোসেন চৌধুরী, নারী উদ্যোক্তা উপ কমিটির যুগ্ম আহ্বায়ক মধুমিতা ইসলাম ও প্রশিক্ষণার্থী মাধুরী গুণ। পরিচালানায় ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা মিনতী দেবী।
Leave a Reply