সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন ও দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত সংগঠন সিলেট উন্নয়ন পরিষদের সভায় সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতির জন্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
একইসঙ্গে সভায় সিলেটের সামগ্রিক উন্নয়নে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন চেম্বার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্ল নিয়ে বিস্তর আলোচনা করে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে এখন পর্যন্ত জমি অধিগ্রহণ না করায় ও এ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটবাসীর প্রাণের দাবি সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে কাজ শুরুসহ সিলেটের চলমান উন্নয়ন ও প্রক্রিয়াধীন সকল উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।
সভার শুরুতে করোনায় সিলেট উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিমসহ সিলেটের বিশিষ্টজনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ ও মহান আল্লাহর কাছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সিলেট উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব আহমেদ নূর। আলোচনায় অংশগ্রহণ করেন, অন্যতম সদস্য প্রবীণ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, মুকতাবিস উন নূর, তাপস দাশ পুরকায়স্থ, আব্দুর রশীদ রেনু, মকসুদ আহমদ মকসুদ, মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।
Leave a Reply