সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, ‘সিলেট নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। এই নগরবাসী অনেক দিন বঞ্চনার শিকার হয়েছেন। তাই উন্নয়নের ফাঁকা বুলিতে আর নগরবাসীকে ভুলানো যাবেনা। এবারের নির্বাচনে লাঙ্গল প্রতীকের জোয়ার উঠেছে। কোন ষড়যন্ত্রই এ বিজয়কে রুখতে পারবে না।’
তিনি শনিবার, ৩ জুন রাতে মহানগরীর শিবগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে ২০ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন।
নজরুল ইসলাম বাবুল বলেন, তিনি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষের কল্যাণ যাতে নিহিত থাকে সেই লক্ষ্যে কাজ করে যাবেন।
মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আব্দুর রহমান বারাকাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ ও মহানগর সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির।
জাতীয় পার্টি নেতা মামুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জাপার সাবেক যুগ্মসম্পাদক মুরাদ আহমদ শাহিন, সেবুল আহমদ তালুকদার, এলাকাবাসীর পক্ষে জালাল উদ্দিন, আসলুম মিয়া, মো আব্দুর রহিম, শিলু দেবী, ডা ছমির উদ্দিন রাজু প্রমুখ।
নজরুল ইসলাম বাবুল এর আগে মহানগরীর মির্জাজাঙ্গালে মনিপুরী রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী মন্দির ও আশ্রমে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসবে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন।
তিনি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply