হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে শিক্ষকদের মান উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র পরিচালনার জন্যে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে।
শুক্রবার, ২ জুন বিকেলে বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমি ভবন ও উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুক মিয়া আনসারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তাবেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, পুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মিজানুর রহমান মিজান, মন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, জেলা শ্রমিক লীগের সহসভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড এম উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির, সহসভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল মেম্বার, উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র দাস, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক আখঞ্জী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজল আনসারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন তালুকদার ও ছাত্রলীগ নেতা হাসান আল মামুন।
উল্লেখ্য, ভবন দুটি নির্মাণে ৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
Leave a Reply