সিলেটে উদ্বোধনকে সামনে রেখে আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে।
সোমবার থেকে এই হাসপাতালে বহির্বিভাগ ও ডায়াগনস্টিক (প্যাথলজি ও ইমেজিং) কার্যক্রম শুরু হবে।
বিশ্বমানের সুবিধা নিয়ে মহানগরীর সোবহানীঘাটে (কাজী টাওয়ার, সমতা ৩০) আল হারামাইন হাসপাতাল গড়ে তুলেছেন বিশ্ব নন্দিত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিলেটের কৃতিসন্তান মোহাম্মদ মাহতাবুর রহমান।
আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালের কার্যক্রম চালু উপলক্ষে ৩০শে জানুয়ারি পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেবেন।
যোগাযোগের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮২১-৭২৯৯৮১-৯ এবং ইমেইল হচ্ছে ধষযধৎধসধরহযড়ংঢ়রঃধষ@মসধরষ,পড়স
Leave a Reply