সিলেট মহানগরীর শিবগঞ্জে উদ্দীপন একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন-বিপিএ সিলেট ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ মেডিসিন ক্লাব। এ সময় প্রায় ২০০ শিশুর ব্লাড গ্রুপিং করা হয়।
বিপিএ সিলেটের সাধারণ সম্পাদক ডা মো জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ডা প্রভাত রঞ্জন দে। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেটের দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম, বিদেশ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবু তৌহিদ, উদ্দীপন একাডেমির পরিচালক ডা রিয়াদ আহমেদ চৌধুরী, সেচ্ছাসেবী সংগঠন ‘আসিয়াব’ পাবনার প্রজেক্ট ম্যানেজার এ সামাদ ও ফিন্যান্স ম্যানেজার পলাশ।
Leave a Reply