বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের ষোড়শ জেলা সম্মেলনে কবি একে শেরামকে সভাপতি, ডা অভিজিৎ দাশ জয়কে সাধারণ সম্পাদক ও সন্দীপ দেবকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রতিনিধিদের সর্বসম্মতিতে গঠিত কমিটির অন্য নির্বাচিতরা হলেন সহ সভাপতি এনায়েত হাসান মানিক, সুমিতা দত্ত, সৈয়দ মনির হেলাল, দীপিকা চক্রবর্তী, মাধব রায় ও রতন দেব, সহ সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, সম্পাদকমণ্ডলীর সদস্য ধ্রুব গৌতম, হিতাংশু ভূষণ কর, ইয়াকুব আলী, দেবদাশ চক্রবর্তী, ফাহমিদা এলাহী বৃষ্টি ও সুদীপা দাশগুপ্তা, সদস্য ব্যারিস্টার মো আরশ আলী, বাদল কর, অংশুমান দত্ত, পুলিন রায়, অর্ধেন্দু দাশ, বিদ্রোহী আবীর, স্বপ্না দে, কাজী আলফাজ হোসেন, মো সুমন ফারাবী, মনিরুল ইসলাম টিটু (ফেঞ্চুগঞ্জ) ও বীরবল লোহার (লাক্কাতুরা)।
সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান।
কাউন্সিল অধিবেশনে সাংগঠনিক প্রস্তাব উপস্থাপন করেন রতন দেব। সাধারণ প্রস্তাব উপস্থাপন করেন শাহনেওয়াজ সোহাগ। সম্মেলন ঘোষণা উপস্থাপন করেন ফাহমিদা এলাহী বৃষ্টি।
নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার মো আরশ আলী।
Leave a Reply