সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আঁধার বৃন্তে আগুন জ্বালো-আমরা যুদ্ধ আমরা আলো’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে উদীচী জেলা সংসদের উদ্যোগে শহরের পৌর চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর চত্বরে গিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।
জেলা উদীচীর ভারপাপ্ত সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, রমেন্দ্র কুমার মিন্টু ও জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
Leave a Reply