সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি, ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা এম এনায়েত উল্লাহ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। আর এই সমস্যার কারণে প্রতি বছর প্রায় ১ কোটি মানুষ মৃত্যুবরণ করেন, যা করোনার চেয়ে ভয়ংকর।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে মঙ্গলবার সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ একটি অসংক্রামক রোগ। এটি বৈশ্বিক মহামারির একটি চালিকাশক্তি এবং বিশ্বব্যাপী মৃত্যু ও অক্ষমতার অন্যতম প্রধান কারণ। তাই সচেতনতা বাড়াতে হবে। হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পক্ষাঘাত ও অন্ধত্বসহ নানাবিধ জটিল অসুখের জন্য উচ্চ রক্তচাপ একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ উপাদান। পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপ হয়ে যায় তাদেরকে ওষুধ চালিয়ে যেতে হবে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনএইচএফের সহসভাপতি প্রফেসর ডা সুধাংশু রঞ্জন দে, সাধারণ সম্পাদক প্রফেসর ডা মো আমিনুর রহমান লস্কর, যুগ্মসম্পাদক ডা মোস্তফা শাহজামান চৌধুরী, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সেক্রেটারি ডা মো মনজুরুল হক চৌধুরী ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা ইকবাল আহমদ।
এর আগে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply