নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল বুধবার দুপুরে ঘোষণা করা হয়েছে।
এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫। গতবার এ হার ছিল ৬২ দশমিক ১১। গতবার জিপিএ ফাইভ পেয়েছিলো ৮৭৩ জন। এবার পেয়েছে ১০৯৪ জন। অর্থাৎ জিপিএ ফাইভ প্রাপ্তদের সংখ্যা ২৫১ জন বেড়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ সিলেটে পাসের হার ও জিপিএ-ফাইভ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণরা উল্লাসে মেতে উঠে। উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে আনন্দ অনুভূতিও প্রকাশ করে।
Leave a Reply