নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের নির্দেশের পর সিলেট মহানগরীর উপকণ্ঠে লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কোরবানির পশুর হাট উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার-ভূমি সুমন্ত ব্যানার্জি ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার প্রভাস কুমার সিনহার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় বিদ্যালয় মাঠ থেকে কোরবানির পশুর হাট সরিয়ে নিতে ইজারাদারকে নির্দেশ দেওয়া হলে গবাদিপশুগুলো মালিকরা সরিয়ে নেন।
বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সিলেট সদর উপজেলার কাদির আহমদ বাদি হয়ে লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে পশুর হাট সরিয়ে নিতে হাইকোর্টে রিটি পিটিশন করলে বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম এই পশুর হাটটি সরিয়ে নেওয়ায় আদেশ দেন।
Leave a Reply