পণ্ডিত অজয় চক্রবর্তীর স্কুল ‘শ্রুতিনন্দন’ আয়োজিত অনুষ্ঠানে উচ্চাংগ সংগীত পরিবেশন করতে সিলেটের রোহিত দত্ত চৌধুরী ভারত গেছে।
আগামীকাল, বুধবার ৭ জুন থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালে ভারতের আর বি মিডিয়া আয়োজিত উচ্চাংগ সংগীতের বিশ্বব্যপী প্রতিযোগিতায় শিশু বিভাগে রোহিত দত্ত চৌধুরী প্রথম স্থান অধিকার করে।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে বিচারক হিসেবে ছিলেন ওস্তাদ রশীদ খান ও পণ্ডিত অজয় চক্রবর্তী।
সিলেট মহানগরীর মধুশহীদ এলাকার রূপক দত্ত চৌধুরী ও জলি দত্ত চৌধুরীর সন্তান রোহিত দত্ত চৌধুরী সিলেটের উচ্চাংগ সংগীত গুরু বিপ্রদাস ভট্টাচার্যের নিকট তালিম নিচ্ছে।
সে এ বছর সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply