সিলেটে উইমেন্স মডেল কলেজের স্কুল শাখার ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে ক্যাম্পাসে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। প্রধান অতিথি ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাহবুবুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টি শামসুল হক ও ফারুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, স্কুল শাখার কো অর্ডিনেটর শিল্পী বিশ্বাস। উপস্থাপনায় ছিলেন, স্কুল শিক্ষক জান্নাতুন নাঈম জান্না। কোরান তেলাওয়াত করে দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আক্তার ভূঁইয়া।
পরে শিক্ষার্থীদের হাতে ক্লাস রুটিন, বার্ষিক ছুটির তালিকা, সহপাঠক্রমিক কার্যক্রমের তালিকা ও সারা বছরের একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
Leave a Reply