নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেছেন, ‘ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে বিশ্বনাথ-ওসমানীনগর ও সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালবাসাপূর্ণ সমাজ ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।
ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারেন সেজন্য সবাইকে আন্তরিক হতে প্রতিমন্ত্রী আহবান জানান।
তিনি বলেন, ’জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে সমৃদ্ধির ছোঁয়া এখন বাংলার ঘরে ঘরে। বিশ্বের বুকে বাঙালি আজ গর্বিত জাতি। এই আনন্দ জুড়ে থাকুক সকল প্রাণে। পবিত্র ঈদুল ফিতরে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠুক।’
শফিকুর রহমান চৌধুরী সকলের দোয়া কামনা করেন।
Leave a Reply