পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসহাব ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০ মুসলিম পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার সকালে সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় ঈদের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। সভাপতিত্ব করেন, আসহাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসহাব ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ ওলিউর রহমান, সাদেকুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।
উল্লেখ্য, মো এনায়তুর রহমান, রুহুল কুদ্দুছ জগলু, মো আব্দুল মতিন, আহমদ এনামুল হক, ছালেউর রহমান, ফেরদৌস চৌধুরী, আলিফ উদ্দিন, ছাদী আহমদ ও হেলাল আহমদ চৌধুরী প্রতিষ্ঠিত আসহাব ফাউন্ডেশন বিভিন্ন উপলক্ষে অসহায় পরিবারগুলোকে সহায়তা দিয়ে থাকে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply