হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হুমায়ূন কবির চৌধুরী, তার আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের উদ্যোগে সাড়ে ৩শ বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুহিত চৌধুরী ও কাউছার চৌধুরী।
প্রধান অতিথি বলেন, প্রবাসে থেকেও হুমায়ূন কবির চৌধুরী সহযোগিতার হাত বাড়িয়ে এলাকার অসহায় মানুষের প্রতি ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
Leave a Reply