পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিসিকের অস্থায়ী কার্যালয়ে সোমবার বাদ জোহর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব, সচিব বদরুল হক, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, দিনার খান হাসু, মো আব্দুর রকিব তুহিন, মোহাম্মদ তৌফিক বকস, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আব্দুর রহমান জামিল, সিসিকের হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো হানিফুর রহমান, সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামছুল ইসলাম আল হাদী প্রমুখ। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহ আলম।
Leave a Reply