পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন, জুড়ী আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী মিলে প্রায় ১০০০ জন অংশগ্রহণ করেন।
এর মধ্যে ১ম হয়েছেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কামিল প্রথমবর্ষের ছাত্র মো আবুল হোসেন, ২য় হয়েছেন, ছাতকের বুরাইয়া কামিল মাদরাসার তৃতীয় বর্ষের ছাত্র মো ফয়জুন নূর ও ৩য় হয়েছেন, শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সহকারী শিক্ষক মো রহিম উদ্দিন রুয়েল।
এছাড়াও আরো ১৭ জনকে পুরস্কৃত করা হয়েছে।
সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশনের মুখপাত্র সহিদুর রহমান পাবেল জানান, প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলা ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা ও চাঁদপুর জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন।
এই প্রতিযোগিতায় পুরস্কারে আর্থিক সহযোগী সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জায়েদুল ইসলাম জানান, তিনি কাজে সব সময় পাশে থাকতে চান। সংবাদ বিজ্ঞপ্তি