সিলেটের পর্যটনবিষয়ক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হলেও ঈদে সিলেটের সকল পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া এ দাবি জানান ।
বিবৃতিতে বলা হয়, চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সবকিছু বন্ধ থাকলেও এখন সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে। অনেকদিন বন্ধ থাকায় সম্ভাবনাময় এই পর্যটন শিল্পে এখন দুঃসময় ভর করছে। ইতোমধ্যে কর্ম না থাকায় সিলেটের পর্যটনশিল্পে জড়িত প্রায় ১০ হাজার প্রান্তিক জনগোষ্ঠী বেকার হয়ে পড়েছে। দেশব্যাপী লকডাউন থাকায় গত এপ্রিল থেকে পর্যটকশূন্য সিলেট। এতে লোকসান গুণছেন পর্যটনখাতের উদ্যোক্তারাও। এই শিল্পে জড়িত কয়েক হাজার মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে।
বিবৃতিতে বেকার হয়ে পড়া পর্যটনশিল্পে জড়িত প্রান্তিক জনগোষ্ঠীকে ঈদের পূর্বে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়।
Leave a Reply