মাই সাউন্ডের ব্যানারে নির্মিত হয়েছে সোহেলী সুলতানা ও কলকাতার প্রসেঞ্জিত মল্লিকের নতুন মিউজিক ভিডিও ‘এক পৃথিবী’। ‘এক পৃথিবী’ শিরোনামের গানটির কথা লিখেছেন আরমান সিদ্দিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত।
মিউজিক ভিডিওটি সম্পর্কে সোহেলী সুলতানা বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি বেছে বেছে কাজ করতে। গানটির কথা, সুর ও মিউজিক আমার খুব ভালো লেগেছে। আর গানটির মিউজিক ভিডিও খুব ব্যয় বহুলভাবে নির্মাণ করা হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’
আসছে ঈদকে কেন্দ্র করে খুব শীঘ্রই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘এক পৃথিবী’ মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্লাটফর্মে।
Leave a Reply