হবিগঞ্জ প্রতিনিধি : মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্যে অর্ধশত লোক আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশংকাজনক অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উত্তর সাঙ্গর গ্রামের মিন্টু মিয়ার মোবাইল চুরি গেলে একই গ্রামের মেইকার সাইদুর রহমানের দোকানে তা পাওয়া যায়। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply