হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার ছুটিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান দর্শনার্থীদের পদচারণায় মুখর। পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন প্রকৃতিপ্রেমিরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে মানসিক প্রশান্তি নিয়ে সবাই ঘরে ফিরছেন।
ঈদের দিন বিকেল থেকে উপচেপড়া ভীড় লেগে যায় সাতছড়ি জাতীয় উদ্যানে। উৎসব আনন্দে মাতোয়ারা হয়ে উঠে পুরো এলাকা। নানা বয়সের মানুষ অনাবিল আনন্দে মেতে উঠেন। এই আনন্দ উদ্বেল সপ্তাহখানেক চলবে।
পর্যটকদের সুবিধার জন্যে নিয়োজিত আছেন ২৫ জন স্বেচ্ছাসেবীসহ নিজস্ব গাইড। এছাড়া নিরাপত্তার জন্যে রয়েছে সিসি ক্যামেরা। ফলে পর্যটকরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন।
Leave a Reply