নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে সজল কুমার দাসের পরিবার নিয়ে বাড়ি ফেরা হলোনা। মাঝপথে ঘাতক বাস ৫ জনের প্রাণ কেড়ে নিলো। বেঁচে যাওয়া একজনও হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে।
মৌলভীবাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সজল কুমার দাস। ঈদের ছুটিতে বৃহস্পতিবার প্রাইভেট কার নিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ যাচ্ছিলেন গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরে; কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লামা তাজপুর এলাকায় প্রাইভেট কারটির সাথে সিলেট থেকে কুমিল্লাগামী দ্রুতগতির বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজল কুমার দাস, তার স্ত্রী, দুই যমজ সন্তান ও কারচালক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন।
সকাল ১১টার দিকে নিষ্প্রাণ দেহগুলো আনা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। এসময় তাদের বুকফাটা কান্নায় বাতাস ভারী হয়ে উঠে।
দুর্ঘটনায় গুরুতর আহত সজল কুমার দাসের অপর সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply