হবিগঞ্জ প্রতিনিধি : করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকের ঢল নেমেছে।
ঈদের দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি পর্যটক প্রশান্তির প্রত্যাশায় সবুজ অরণ্যে ছুটে এসেছেন।
সাতছড়ি জাতীয় উদ্যানের আশেপাশের চা বাগানগুলোতেও উপচেপড়া ভিড় । দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নানা বয়সের পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছেন।
কথা হলো কয়েকজনরে সঙ্গে। সবাই খুব আনন্দিত। করোনার ভয়াবহতায় ঘরবন্দি জীবনের অবসানে সবাই খুব স্বস্তিবোধ করছেন। তাই আর বসে থাকতে পারেননি। প্রিয়জনদের সঙ্গে নিয়ে সবুজের সান্নিধ্য পেতে আর বন্যপ্রাণীর বিচরণ দেখতে ছুটে এসেছেন।
সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারাও খুশি। নিরাপত্তা ব্যবস্থাও কঠোর। তাই পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন।
Leave a Reply