নিজস্ব প্রতিবেদক : আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ঈদুল আজহার দিন ছাড়া অন্যান্য দিনে দেশে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস : নীতি) মো পারভেজ রেজা চৌধুরী স্বাক্ষরিক এ পত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পত্রে উল্লখ করা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই (ঈদের দিন ব্যতীত) ঈদের ছুটি ও সাধারণ ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।
এ জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকল কাস্টম হাউস/স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply