নিজস্ব প্রতিবেদক : শতাব্দির ভয়াবহ বন্যায় ক্ষত-বিক্ষত সিলেটের অসহায় মানুষের সহায় হয়ে পাশে দাঁড়ায় জেলা পুলিশ। প্রতিদিন-এমনকি রাত গভীরেও পুলিশ সদস্যরা আহার নিয়ে ছুটে গেছেন অনাহারি বানভাসিদের কাছে। জীবনের ঝুঁকি নিয়ে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করেছেন। নিয়ে এসেছেন আশ্রয়কেন্দ্রে। এই মানবিকতা আবারও প্রমাণ করেছে, পুলিশ আসলেই জনগণের বন্ধু। না হলে হয়তো জানমালের ক্ষয়-ক্ষতি অনেক বেড়ে যেতো।
এখনও বন্যার্ত সবাই ঘরে ফিরতে পারেনি। যারা ফিরেছে তারাও ফিরে পায়নি জীবনের স্বাভাবিকতা। সরকারি-বেসরকারি ত্রাণের উপর নির্ভর করতে হচ্ছে তাদেরকে। এমনই পরিস্থিতিতে বছর ঘুরে এসেছে ঈদুল আযহা; কিন্তু তাদের ঈদের আনন্দ এবার বানের জলে ভিজে পানসে হয়ে গেছে।
তবু বানে ভাঙা মনে খানিকটা ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সিলেট জেলা পুলিশ উদ্যোগী হয়। এগিয়ে আসে। এগারো থানার মেসে রান্নাকরা মাংস-পোলাও নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ান থানা পুলিশের সদস্যরা। সর্বস্বান্ত মানুষের সঙ্গে করেন ঈদ আনন্দের ভাগাভাগি, যা এই মানুষগুলোকে ঘুরে দাঁড়ানোর সাহসও যুগিয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর নির্দেশনায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলামের তত্ত্বাবধানে বিশ্বনাথ থানার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুরের বানভাসি মানুষের মাঝে খাবার বিতরণ করেন বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা। বিয়ানীবাজার থানার পুলিশ সদস্যরা খাবার পৌঁছে দেন দুবাগ ইউনিয়নের বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০০ মানুষের কাছে। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন।
গোয়াইনঘাট সদর ইউনিয়নের নয়াগ্রাম গুচ্ছগ্রাম ও আলীরগাঁও গুচ্ছগ্রামের দু’টি আশ্রয়কেন্দ্রেও ৫ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাইফুর রহমান কলেজ, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা আশ্রয়কেন্দ্র খাবার বিতরণ করেন।
জকিগঞ্জ পৌরসভার পীরেরচকে একটি আশ্রয়কেন্দ্রে প্রায় আড়াইশ বানভাসি মানুষকে থানা পুলিশের পক্ষ থেকে খাবার দেওয়া হয়।
কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের দলইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করে থানা পুলিশের সদস্যরা।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের উদ্যোগে নিজপাট ও দরবস্ত ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ পৌরসভার বেদেপল্লী এবং ফেঞ্চুগঞ্জ থানার সদর ইউনিয়নের ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও বালাগঞ্জ থানার সদর ইউনিয়নে বালাগঞ্জ ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রে ছয় শতাধিক বন্যার্তের মাঝে পুলিশ সদস্যরা খাবার পৌঁছে দেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান জানান, ঈদের খুশি বানভাসি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়।
তিনি আরও জানান, আইজিপি ড বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে সিলেটের চলমান ভয়াবহ বন্যায় জেলা পুলিশের প্রতিটি সদস্য সেবার ব্রত নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply