আসন্ন ঈদুল আজহার কমপক্ষে এক সপ্তাহ আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস (উৎসব ভাতা) পরিশোধ এবং করোনার কারণে কর্মচ্যুত ও কর্মহীন শ্রমিক-শ্রমজীবীদের নগদ অর্থ সহায়তা প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সোমবার দেশব্যাপী সমাবেশ করবে।
কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি হাবিবউল্লা বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্ত বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের জেলা, উপজেলা ও আঞ্চলিক কমিটির প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply