নিজস্ব প্রতিবেদক : শনিবার অনুষ্ঠিত মুসমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র্যাপিড এ্যাকশন-র্যাব ৯, সিলেটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
কোন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেজন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আওতায় বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেলে টহল সহ র্যাব সদস্যগণ ঈদগা, মসজিদ ও আশেপাশে অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান নেন। এছাড়াও ঈদের নামাজের আগে মহানগরীর গুরুত্বপূর্ণ ঈদগা মাঠ ও পার্শ্ববর্তী জায়গায় বিস্ফোরক বা অন্য কোন সন্দেহজনক দ্রব্যাদি সনাক্তকরণে বোম্ব ডিসপোসাল টিম কর্তৃক সুইপিং করা হয়।
Leave a Reply