ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশকে আরো বর্ণিল করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি ফুটবল মাঠে সমাজসেবক সাবেক কৃতি ফুটবলার জুনেদ হোসেন চৌধুরী উদ্যোগে ও বদরদি সম্মিলিত যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
ফাইনাল খেলা উদ্বোধন করেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হোসেন চৌধুরী। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী ও যুক্তরাজ্য লেবার পার্টির নেতা ফয়সল হোসেন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন, স্বপন চৌধুরী।
খেলায় মাইজপাড়া ফুটবল ক্লাবকে ০-১ গোলে হারিয়ে বদরদি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply