NEWSHEAD

ঈদুল ফিতরে সিলেটে আতঙ্কের কিছু নেই : এসএমপির অতিরিক্ত কমিশনার

Published: 03. Jun. 2019 | Monday

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরে সিলেটে আতঙ্কের কিছু নেই।
সোমবার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগায় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এসএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিলেটে কোন হুমকি নেই। তবুও শাহী ঈদগা সহ প্রতিটি ঈদের জামাতে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।
পরিতোষ ঘোষ বলেন, শাহী ঈদগা ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।
ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে না নিতে তিনি মুসল্লিদের প্রতি আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ কমিশনার আজবাহার আলী শেখ, ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, বিভুতি ভূষণ ব্যানার্জি ও কোতয়ালি থানার সহকারী কমিশনার মোহাম্মদ ইসমাইল।

Share Button
March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

দেশবাংলা