সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারা মতে সিলেট মহানগর এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে যে, পবিত্র ঈদুল আযহা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। তাই নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি-শৃঙ্খলা অটুট রাখার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিম্নোক্ত বিষয়সমূহ প্রতিপালনের অনুরোধ জানিয়েছে।
০১. ঈদের জামাতে যাওয়ার সময় নগদ অর্থ ও মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন। ঈদের জামাতে যাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করুন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার থেকে বিরত থাকুন। নিজ নিজ বাসস্থান থেকে ওযু করে মসজিদে যাবেন।
০২. করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহার করুন।
০৩. ব্যাংক থেকে টাকা উত্তোলন ও বহনে সর্বদা সতর্ক থাকুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন।
০৪. মোবাইল ফোন ভিত্তিক আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান (যেমন বিকাশ, ইউক্যাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করার ক্ষেত্রে প্রতারক চক্র হতে সর্বদা সজাগ থাকুন।
০৫. মাস্ক ও পিপিই পরে চুরি-ডাকাতি রোধে পুলিশ পরিচয়ে বা অপরিচিত কাউকে বাসায় প্রবেশ করতে দিবেন না।
০৬. কোরবানির পশু সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে ও ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করুন। পশু জবাইয়ের বর্জ্য নিদিষ্ট জায়গায় রাখুন। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে পশু জবাইয়ে অস্থায়ী স্থান সর্ম্পকে জানুন।
০৭. প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে ব্যাংক স্থাপিত বুথে জাল টাকা শনাক্তকরণ মেশিন দ্বারা টাকা পরীক্ষা করে নিন।
০৮. ট্রাফিক আইন মেনে চলুন। যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি মসজিদ হতে দূরে পার্কিংয়ের স্থানে রাখুন।
০৯. ঈদ উপলক্ষে বাসা/ বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন। বাসা ছেড়ে যাওয়ার আগে ফ্রিজ বন্ধ রাখুন। বালতি, গামলা, বদনা ইত্যাদি পানি শূন্য করে উপুড় করে রাখুন ও ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে সহযোগিতা করুন।
১০. ঈদের ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। বাসা/ অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন। দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন। মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/ দুষ্কৃতকারীকে ঘুরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করুন।
১১. ঈদের আগে/ পরে সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। শেষ মুহূর্তে ট্রেন ও বাসের মারাত্মক ভিড় এড়িয়ে চলুন। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন ও বাসে চলাচল করবেন না। ট্রেন ও বাসের ছাদে এবং ট্রাকে ভ্রমণ করবেননা।
১২. পুরুষ ও নারী পকেটমার এবং প্রতারক চক্র হতে সর্তক থাকুন। বাস টার্মিনাল সমূহে, রাস্তায় ও হাটে আগত ক্রেতা বিক্রেতাগণ কোন অপরিচিত ব্যক্তি ও অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না।
১৩. রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা-পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এবং মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচল করুন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
১৪. ট্যাক্সি বা অটোরিকশা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম, ঠিকানা লিখে নিন। প্রয়োজনে এই রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম ও ঠিকানা নিকটজনের নম্বরে এসএমএস করুন।
১৫. অটোরিকশায় পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন। সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন।
১৬. দোকান মালিকগণ মার্কেট/ শপিং মলে কোন নগদ অর্থ রাখবেন না, মার্কেট/ শপিং মল ত্যাগের পূর্বে অবশ্যই নিশ্চিত হোন যে, প্রতিষ্ঠান যথাযথভাবে তালাবদ্ধ করা হয়েছে। মালিক পক্ষ নিজ নিজ মার্কেট/ শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন।
১৭. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত/ অভিমত/ অভিযোগ জানাতে নিম্নে বর্ণিত নম্বর সমূহে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মোবাইল নম্বর
পুলিশ কমিশনার-০১৩২০০৬৭০০০
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) – ০১৩২০০৬৭০০৩
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) – ০১৩২০০৬৭০০৪
ডিসি (উত্তর) ০১৩২০০৬৭৫৩০
ডিসি (দক্ষিণ) ০১৩২০০৬৭৬৫০
ডিসি (ট্রাফিক) ০১৩২০০৬৭৭৭০
ওসি কোতোয়ালি-০১৩২০০৬৭৫৬৮
ওসি জালালাবাদ-০১৩২০০৬৭৫৯৪
ওসি এয়ারপোর্ট-০১৩২০০৬৭৬২০
ওসি দক্ষিণ সুরমা-০১৩২০০৬৭৬৮৮
ওসি শাহপরান (র)-০১৩২০০৬৭৭৪০
ওসি মোগলাবাজার-০১৩২০০৬৭৭১৫
পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা খোলা) ০১৩২০০৬৯৯৯৮ ও ০১৩২০০৬৯৯৯৯
জরুরি সেবা ৯৯৯।
সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি-শৃঙ্খলা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply