ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩৯০টি পরিবারের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী ও সাবেক ছাত্রনেতা আবদুল আলীম রুকন।
প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যখনই সরকার গঠিত হয়েছে, তখনই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পেয়েছেন।
Leave a Reply