পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সিলেটের গণমাধ্যমকর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সিলেট তথা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল আযহা সবাইকে স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। এবার সিলেটবাসীর মনে ঈদের আনন্দ কিছুটা হলেও কম। কারণ সর্বনাশা বন্যা। তাই আসুন, এই দিনে যার যার অবস্থান থেকে বানভাসি মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।
এছাড়া ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আহবান জানানো হয়।
Leave a Reply