পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এ সংসদীয় আসনের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
গণমাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দু’টি উৎসবের মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যমণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ) ও ইসমাঈল (আ) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা ও তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক।
Leave a Reply