বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের পঞ্চম ধাপের দ্বিতীয় দিন শনিবার সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ও জালালপুর ইউনিয়নের ১২টি গ্রামের দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ব্যারিস্টার এম এ সালাম ও তার পরিবার পরিচালিত বিবি ট্রাস্টের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
ব্যারিস্টার এম এ সালাম জানিয়েছেন, সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলেন-বর্তমানেও আছেন। এই আন্তরিকতার কারণেই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এ ধরনের সেবামূলক কার্যক্ষম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মোগলাবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply